বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৬

ডিএসইতে সূচক কমেছে, লেনদেন ৩০৩ কোটি টাকা

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১০ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ১৬৩টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৫৪৭ টাকা।

আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২২ দশমিক ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৯ দশমিক ৮৬ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮ দশমিক ০ পয়েন্ট কমে ১,০০০ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৯টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত ছিল ৬৮টি কোম্পানির শেয়ারদর।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো: মুন্নু ফেব্রিক্স, খান ব্রাদার্স পিপি, সিমটেক্স, ফাইন ফুডস, তৌফিক ফুডস, ডমিনেজ স্টিল, বিএসসি, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন এবং ৫ ওয়াইবিজিটিবি।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো: বিডি থাই ফুড, বঙ্গজ লিমিটেড, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ওয়াটা কেমিক্যাল, রিলায়েন্স-১, প্রিমিয়ার সিমেন্ট, আনোয়ার গ্যালভানাইজিং, এনসিসি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো: আরএসআরএম স্টিল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার, নূরানী ডাইং, এস কে ট্রিমস, অ্যাপোলো ইস্পাত, নিটল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, মাইডাস ফাইন্যান্স ও জেনারেশন নেক্সট।