শিরোনাম

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বিক্রির চাপের কারণে সূচকের পাশাপাশি দর কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯০টি কোম্পানির ১৩ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ১৬০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। দিনভর ১ লাখ ৩৪ হাজার ৪৫৩ টি ট্রেডের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার ৪০৬ টাকা।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৬ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৩ দশমিক ৯১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ দশমিক ২১ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮ দশমিক ৮১ পয়েন্টে।
আজ লেনদেনকৃত কোম্পানির মধ্যে শেয়ারের দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
ক্যাটাগরি অনুযায়ী চিত্র: আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
‘বি’ ক্যাটাগরিতে ৮০টির মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।
‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৯৭টির মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। এদিন ‘এন’ ক্যাটাগরিতে কোনো শেয়ারের লেনদেন হয়নি।
মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৫টির মধ্যে দর বেড়েছে ২টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ২টির মধ্যে একটির দর কমেছে এবং একটি অপরিবর্তিত রয়েছে। সরকারি সিকিউরিটিজ খাতে লেনদেন হওয়া ২টিরই দর কমেছে।
আজ ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) আজ শীর্ষ ১০টি কোম্পানি হলো: ডমিনেজ স্টীল, সায়হাম কটন, খান ব্রাদার্স পিপি, সিটি ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, তৌফিকা ফুডস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং বিডি থাই ফুডস।
দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো : ডমিনেজ স্টীল, সায়হাম টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, সায়হাম কটন, রহিম টেক্সটাইল, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু সিরামিক্স, বিডি থাই এবং দেশবন্ধু পলিমার।
দর কমার শীর্ষ ১০টি কোম্পানি হলো: এএফসি অ্যাগ্রো, ফ্যামিলি টেক্স ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স, খান ব্রাদার্স পিপি, আরএসআরএম স্টীল, বিডি থাই ফুডস, পিপলস লিজিং, ফরচুন সুজ, তুং হাই নিটিং এবং জুট স্পিনার্স।