শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংক আজ ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিভিন্ন নিলাম পদ্ধতির মাধ্যমে ১৪১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করার চলমান কৌশলের অংশ হিসেবে এই ডলার ক্রয় করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, আজ প্রতি ডলার ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ক্রয় করা হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ডিসেম্বরে মোট ৬২৪ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ২ হাজার ৮০৪ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।