শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসিতে সূচক কমেছে। আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪২ দশমিক ৯২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯০ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া, ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৭ দশমিক ১৯ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ০১৬ দশমিক ৩৪ পয়েন্টে নেমে আসে।
ডিএসই সূত্র জানায়, আজ ডিএসইতে ১ লাখ ৫০ হাজার ৮১৪টি টি ট্রেডের মাধ্যমে মোট ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১৪ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ২০টি শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৩ কোটি ১১ লাখ ৯০ হাজার ৭০১ টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির শেয়ারের দাম বেড়েছে, ২৯২টির কমেছে এবং ৪৮টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো : সিমটেক্স, সায়হাম কটন, ফাইন ফুডস, মুন্নু ফেব্রিক্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রহিমা ফুড, ডমিনেজ স্টিল, খান ব্রাদার্স পিপি, ওরিয়ন ইনফিউশন ও এগ্রি পেস্টিসাইড।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ইউনিয়ন ইন্স্যুরেন্স, রিলায়েন্স-১, কুইন্স সাউথ টেক্সটাইল, ওয়াটা কেমিক্যাল, ইনটেক লিমিটেড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ইউসিবি ও সায়হাম টেক্সটাইল।
অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো : এএফসি অ্যাগ্রো, ফ্যামিলি টেক্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব, জিএসপি ফাইন্যান্স, বিডি থাই, আনোয়ার গ্যালভানাইজিং, কেপিপিএল ও জিল বাংলা সুগার।
ক্যাটাগরি ভিত্তিতে লেনদেন : ডিএসই সূত্র জানায়, ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে ৩১টির শেয়ারের দর বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে ৭৮টির মধ্যে ৯টির দর বেড়েছে, ৬৫টির কমেছে এবং ৪টির অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৯৬টির মধ্যে ৮টির দর বেড়েছে, ৭৪টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত ছিল। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।
মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৫টির মধ্যে ৫টির দর বেড়েছে, ১৫টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল। কর্পোরেট বন্ড খাতে ২টির মধ্যে ১টির দর বেড়েছে ও ১টির কমেছে। সরকারি সিকিউরিটিজ খাতেও ২টির মধ্যে ১টির দর বেড়েছে এবং ১টির দর কমেছে।