শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পোশাক শিল্পের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য সার্বক্ষণিক প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানে একটি যুগান্তকারী ডিজিটাল হাসপাতাল পাইলট প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গতকাল বুধবার উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), আইসিটি-সক্ষম স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম অলওয়েল বিডি লিমিটেড এবং শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি নুভিস্তা ফার্মা পিএলসি একত্রে একটি ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বিজিএমইএ’র পক্ষে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, অলওয়েল বিডি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মুজাহিদুল হক আবুল হাসানাত এবং নুভিস্তা ফার্মা পিএলসি’র পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এস এম রব্বুর রেজা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খানের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও বিজিএমইএ এর সাবেক প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ এর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, মিরপুর হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান খন্দকার মহিদুর রহমান শাহীন, অলওয়েল-এর সিইও ফরহাদ আহমেদ এবং তিন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।
এই এমওইউ এর অধীনে অলওয়েল মূল আইসিটি-সক্ষম স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সরবরাহ করবে, যা ২৪/৭ ডিজিটাল জেনারেল প্র্যাকটিশনার (জিপি) পরামর্শ, ফলো-আপ এবং সুরক্ষিত ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
নুভিস্তা ফার্মা প্রকল্পটিতে সহ-অর্থায়ন করবে এবং একটি কাঠামোগত রেফারেল নেটওয়ার্ক স্থাপন করবে, যার মাধ্যমে কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ স্ত্রীরোগ ও প্রজনন স্বাস্থ্যসেবা সহজেই উপলব্ধ হবে।
প্রাথমিকভাবে, ৫ হাজার কর্মী এই পাইলট প্রকল্পের আওতায় আসবেন এবং তিন মাস পর আরও ৫ হাজার কর্মীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সব কারখানাকে এই প্রকল্পের আওতায় আনা হবে।
পোশাক শিল্পের মালিক ও শ্রমিকদের স্বাস্থ্য কল্যাণ নিশ্চিত করতে বিজিএমইএ’র বর্তমান বোর্ড ধারাবাহিকভাবে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে, যার সর্বশেষ সংযোজন হলো তিন প্রতিষ্ঠান মিলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর।
উল্লেখ্য, বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরীর একনিষ্ঠ উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে বিজিএমইএ-এর সাম্প্রতিক উদ্যোগগুলো নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আনোয়ার হোসেন পোশাক কর্মীদের স্বাস্থ্যসেবায় বিজিএমইএ’র এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রমিকদের ভালো স্বাস্থ্য মানে ভালো উৎপাদন। আশা করি, অন্য খাতগুলোও বিজিএমইএ’র এই দৃষ্টান্ত অনুসরণ করবে।
বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, শ্রমিক কল্যাণে উদ্ভাবনী ও কার্যকর স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কারখানার ভেতরে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হলে শ্রমিকদের সুস্থতায় তা যুগান্তকারী ভূমিকা রাখবে। টেলিমেডিসিন সেন্টারের মাধ্যমে আমাদের নারী কর্মীরা তাদের ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত ইস্যুগুলো নিয়ে কথা বলতে পারবেন। অলওয়েল ও নুভিস্তার সহযোগিতা আমাদের সদস্য কারখানায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত করতে সহায়তা করবে বলে আমরা আশাবাদী।
নুভিস্তা ফার্মা পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর এস এম রব্বুর রেজা বলেন, শ্রমিকদের সুস্থ রাখতে পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিয়ে এই ত্রিপক্ষীয় উদ্যোগ গ্রহণ পোশাক শিল্পে কার্যকর ভূমিকা রাখবে।
অলওয়েল বিডি’র চেয়ারম্যান ও কো-ফাউন্ডার মুজাহিদুল হক আবুল হাসানাত বলেন, কারখানাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর দ্রুত সেবা নিয়ে বিজিএমইএ-এর সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য যে কোনো সময়, যে কোনো স্থান থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।