বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ২৩:০৬

দেশের উন্নয়নে রাজস্ব আদায় বাড়ানো জরুরি, আলোচনা সভায় বক্তারা

ছবি: বাসস

রাজশাহী, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজস্ব আদায় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। 

আজ এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে।

বক্তারা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য খাত ও অন্যান্য বাণিজ্যসম্পর্কিত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত।

বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে বাণিজ্য ও ব্যবসার বিস্তারে কোনো বিকল্প নেই।

এনবিআর সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন এবং এতে সভাপতিত্ব করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ফয়জুর রহমান।

সভায় রাজশাহী ইনকাম ট্যাক্স কমিশনার বিপ্লব কান্তি দাস এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান বক্তব্য রাখেন।

জাতীয় উন্নয়নে রাজস্ব আহরণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে মোয়াজ্জেম হোসেন অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির ওপর জোর দেন। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমাতে রাজস্ব আহরণ বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি উল্লেখ করেন, গত এক দশকে রাজস্ব আহরণ চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধিতে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে কাস্টমস কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন বলেন, ডিজিটালাইজেশন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সিস্টেম ডিজিটাল হলে কর ফাঁকির সুযোগ কমে যায়। দক্ষতা বাড়াতে হবে এবং অনিয়ম-প্রবণতা কমাতে হবে।

রাজশাহী চেম্বার সভাপতি মাসুদুর রহমান তার বক্তব্যে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে কর কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, যেসব খাত নতুন বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা রাখে, সেসব খাতে সম্ভাব্য নতুন বিনিয়োগকারী চিহ্নিত করতে আরো সক্রিয় হতে হবে।