বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৩

বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন

ফাইল ছবি

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংকের ডিজিটাইজেশন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হলো ই-ডেস্ক সিস্টেম উদ্বোধনের মাধ্যমে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান কার্যালয়ে এ সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে ডেপুটি গভর্নরগণ, নির্বাহী পরিচালকগণ এবং সংশ্লিষ্ট ডিরেক্টররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নোটিং প্রক্রিয়ায় অনলাইন-ভিত্তিক আধুনিক ব্যবস্থায় প্রবেশ করল। শুরুতে শুধুমাত্র প্রধান কার্যালয়ে সিস্টেমটি চালু হলেও ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের সব অফিসে এটি সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এবং আইসিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা যৌথভাবে ই-ডেস্ক সিস্টেমটি ডেভেলপ করেছেন। এসময় গভর্নর ড. মনসুর সিস্টেম বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত নিষ্পত্তিযোগ্য সকল নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরবর্তীতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সকল পর্যায়ের নোটিং সম্পূর্ণরূপে ই-ডেস্ক সিস্টেমের আওতায় আনা হবে।