শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে। আজ সোমবার প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪৯০৬.২৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক ৬.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০২৭.৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৮৯২.৯৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩টি লেনদেনের মাধ্যমে ১৩ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ৬৫৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার মোট মূল্য দাঁড়িয়েছে ৩৬৪ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার ১৮ টাকা।
ডিএসই লেনদেনে আজ মোট ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ২৮৭টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।
ক্যাটাগরিভিত্তিক লেনদেনের মধ্যে 'এ' ক্যাটাগরির ২১৬টি ইস্যুর মধ্যে ১৫৭টি বেড়েছে ২৭টির কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৭৮ টির মধ্যে ৬৭টি ইস্যুর বেড়েছে, ৭টির কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ‘জেড’ ক্যাটাগরির ৯৭টির মধ্যে ৬৩টি ইস্যুর দাম বৃদ্ধি পেয়েছে, ১৯টির কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনে সার্বিকভাবে বাজারে ক্রয়চাপ ছিল তুলনামূলকভাবে বেশি, যা সূচক বৃদ্ধি ও বাজারমূলধনে ইতিবাচক প্রভাব ফেলেছে।