বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৯

নভেম্বরে ৮ দশমিক ২৯ শতাংশে পৌঁছেছে মুদ্রাস্ফীতি

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতি হার ২০২৫ সালের নভেম্বর মাসে বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা অক্টোবরের ৮.১৭ শতাংশের তুলনায় সামান্য বেশি। এই সামান্য বৃদ্ধির মূল কারণ হিসেবে খাদ্য মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতাকে চিহ্নিত করা হয়েছে।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, খাদ্য মুদ্রাস্ফীতি নভেম্বর ২০২৫-এ দাঁড়িয়েছে ৭.৩৬ শতাংশে, যা অক্টোবরের ৭.০৮ শতাংশ থেকে কিছুটা বেশি।

অন্যদিকে, একই সময়ে নন-ফুড বা খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি কিছুটা কমে ৯.০৮ শতাংশে দাঁড়িয়েছে, যা 
অক্টোবর মাসে ছিল ৯.১৩ শতাংশ। 

এদিকে, গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই গত মাসে মুদ্রাস্ফীতির সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।