বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকপতন অব্যাহত

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি প্রধান সূচকই নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বাজারে সার্বিকভাবে বিক্রয় চাপ অব্যাহত থাকায় ডিএসইএক্সসহ অন্যান্য সূচকে পতন দেখা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সূচক ৪০.৯২ পয়েন্ট কমে ৪,৮৮৬.৫৭ পয়েন্টে নেমে আসে। ডিএসইএস শরীয়াহ সূচক ৯.৬১ পয়েন্ট কমে দাঁড়ায় ১,০২৪.৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান নেয় ১,৮৯১.৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ১ লাখ ৩৭ হাজার ৮২১টি ট্রেডের মাধ্যমে ৩৮৫টি কোম্পানির ১৪ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৮০টি শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদনেকৃত কোম্পানিগুলোর মধ্যে ৩৪টি কোম্পানির দর বেড়েছে, ৩০৭টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অংকে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো : সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই ফুড, শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি, ডমিনেজ স্টিল, একমি পেস্টিসাইডস এবং ফাইন ফুডস।

দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো : বিডি থাই ফুড, কাট্টালী টেক্সটাইল, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ইফাদ অটোস, ডমিনেজ স্টিল এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।

দরকমার শীর্ষ ১০ কোম্পানি হলো : প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইন্টারন্যাশনাল লিজিং, বিডি ওয়েল্ডিং, ডিবিএইচ ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স।

এছাড়া ক্যাটাগরি অনুসারে আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির মোট ২১৪টি কোম্পানির মধ্যে ১৮টির দাম বেড়েছে, পতন ১৬৮টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।

‘বি’ ক্যাটাগরির ৭৬টি কোম্পানির মধ্যে ছয়টির দাম বেড়েছে, ৬৭ টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে তিনটি কোম্পানির।

‘জেড’ ক্যাটাগরির ৯৫ কোম্পানির মধ্যে ১০টির দাম বেড়েছে, ৭২টির দাম কমেছে এবং অপরিবর্তিত ১৩টির দাম। 

মিউচ্যুয়াল ফান্ডের ৩৫টি কোম্পানির মধ্যে দু’টির দাম বেড়েছে, ১৮ টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।
 
এছাড়া করপোরেট বন্ডে তিনটির মধ্যে একটির দাম বেড়েছে, একটির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে একটির দাম। সরকারি সিকিউরিটির একটির দর কমেছে

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং তারল্য সংকটের কারণে বাজারে বিক্রয় চাপ দীর্ঘায়িত হচ্ছে, যা সূচকে নেতিবাচক প্রভাব ফেলছে।