বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ২২:৩৪

শেষ হয়েছে তিনিদিনের ‘গ্লোবাল সোর্সিং এক্সপো

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৫’ বুধবার শেষ হয়েছে। 

আন্তর্জাতিক ক্রেতাদের ব্যাপক আগ্রহ ও উল্লেখযোগ্য পরিমাণ ব্যবসায়িক অর্ডার অর্জনের দিক থেকে এটিকে সফল আয়োজন হিসেবে ধরা হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ। 

তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের বিশ্বমানের এক্সপো নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সীমিত প্রস্তুতি সত্ত্বেও এবারের প্রদর্শনীতে ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলারের স্পট অর্ডার নিশ্চিত হয়েছে। পাশাপাশি অর্ডার প্রস্তাব এসেছে ৩ লাখ ৭২ হাজার ডলারের।

এক্সপোতে ১২৫টি প্রতিষ্ঠান ১৬৫টি স্টলে অংশগ্রহণ করে। ১৪টি দেশ থেকে শতাধিক আন্তর্জাতিক ক্রেতা মেলায় উপস্থিত ছিলেন।

তিনদিনের আয়োজনে ছিল ২৩৮টি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) মিটিং, ৬টি শিল্পভিত্তিক সেমিনার এবং বিদেশি ক্রেতাদের বিভিন্ন স্টল ও সরাসরি কারখানা পরিদর্শন।

সমাপনী অনুষ্ঠানে ইপিবি’র ভাইস চেয়ারম্যান বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে এ বছরের আয়োজন সীমিত পরিসরে করতে হয়েছে। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক মান বজায় রেখে নিয়মিতভাবে এক্সপো আয়োজন করা হবে বলেও আশ্বাস দেন।

আরও বক্তব্য দেন ইপিবি মহাপরিচালক বেবী রানী কর্মকার, বিকেমএ’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফজলে শামিম এহসান, ফার্নিচার ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সেলিম এইচ. রহমান এবং বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে ৮টি ভিন্ন খাতে সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলো: প্রাণ আরএফএল গ্রুপ, হাতিল, বেঙ্গল প্লাস্টিক, রেডিয়্যান্ট, ডিজি ইনফোটেক, প্ল্যানেট কেয়ার, এলএফএমইএবি এবং শিশু পরিবহন।