শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেন সূচক ও লেনদেনে ব্যাপক উত্থান হয়েছে।
আজ মঙ্গলবার মোট ৩৮৮টি কোম্পানির ১৩ কোটি ৯২ লাখ ১৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৭৯ কোটি ৭ লাখ ৩৪ হাজার ৪২৩ টাকা।
প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৪৯৫০ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১০দশমিক ৫৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৯০৬ দশমিক ২৮ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১০৩৯ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে ২৮৫টির দর বেড়েছে, ৫৬টির কমেছে এবং ৪৭টির দর ছিল অপরিবর্তিত।
টাকার অংকে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, শাহাজীবাজার পাওয়ার, খান ব্রাদার্স পিপি, ডমিনেজ স্টিল, সিমটেক্স, তৌফিকা ফুড, মুন্নু ফেব্রিক্স, রানার অটো, সামিট পোর্ট অ্যালায়েন্স ও রহিমা ফুড।
দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি- বিবিএস কেবলস, বিডি থাই, দেশবন্ধু পলিমার, তৌফিকা ফুড, গোল্ডেন সন, বিডি থাই ফুড, সার্প ইন্ডাস্ট্রিস, বিবিএস, এস আলম কোল্ড ও রানার অটো।
এছাড়া দর পতনে শীর্ষ ১০ কোম্পানি হলো- ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, বিআইএফসি, এফএএস ফাইন্যান্স, ফ্যামেলি টেক্স, ফার্স্ট ফাইন্যান্স ও আমান কটন।
ক্যাটাগরি ভিত্তিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির
২১৩টি কোম্পানির মধ্যে ১৫৪টির দাম বৃদ্ধি, ৩১টির পতন, ২৮টির অপরিবর্তিত রয়েছে।
‘বি’ ক্যাটাগরির ৭৮টির মধ্যে ৭১টির দাম বৃদ্ধি, ৩টির পতন এবং ৪টি অপরিবর্তিত রয়েছে।
এছাড়া ‘জেড’ ক্যাটাগরির ৯৭টির মধ্যে ৬০টির দাম বৃদ্ধি, ২২টির পতন এবং ১৫টি অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে কোনো লেনদেন হয়নি।
মিউচুয়াল ফান্ডে দেখা গেছে, ৩৫টির মধ্যে ১৯টির দাম বেড়েছে, ১টির দাম কমেছে, ১৫টির দাম অপরিবর্তিত ছিল।
করপোরেট বন্ডে দেখা গেছে, ২টির মধ্যে ১টি বেড়েছে, ১টি কমেছে। এছাড়া সরকারি সিকিউরিটিজে ২টির মধ্যে ১টির দর বৃদ্ধি এবং ১টির দর হ্রাস পেয়েছে।
লেনদেনের সার্বিক চিত্রে দেখা যায়, বাজারে ক্রয়চাপ বৃদ্ধি পেয়ে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।