শিরোনাম

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইক্যুইটি সিকিউরিটিজের পাবলিক অফার) বিধিমালা-২০২৫ নিয়ে পুঁজিবাজার অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বৈঠকে খসড়া আইপিও রুলস সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ, ঢাকাবিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানসহ পুঁজিবাজারের প্রধান প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিক লিস্টেড কোম্পানি (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার নেতারাও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে খসড়া আইপিও রুলস কার্যকর করার পূর্বপ্রস্তুতি, প্রক্রিয়া সহজীকরণ এবং পুঁজিবাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতা বৃদ্ধির দিকগুলো নিয়ে মতবিনিময় করা হয়।