শিরোনাম

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনের শেষভাগে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে সামান্য ওঠানামা দেখা গেলেও লেনদেনে স্থিতিশীল ধারা বজায় ছিল। সর্বশেষ তথ্যে দেখা যায়, প্রধান সূচক কিছুটা নিচে নামলেও শরিয়াহ ও বাছাইকৃত সূচক ঊর্ধ্বমুখী ছিল।
আজ মঙ্গলবার ডিএসইএক্স মূল সূচক দাঁড়িয়েছে ৫,০১৮.২৮ পয়েন্টে। যা আগের দিনের চেয়ে ৬.৫৭ পয়েন্ট কম। অপরদিকে, শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ২.৮৭ পয়েন্ট বেড়ে ১,০৫৫.৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ আগের দিনের চেয়ে ৬.৬৬ পয়েন্টে বৃদ্ধি পেয়ে ১,৯৩২.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের সারসংক্ষেপ অনুযায়ী, ডিএসইতে মোট ২ লাখ ১০ হাজার ৮৯৯টি ট্রেডের মাধ্যমে ২৫ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার মূল্য ৬৩৬ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৩৯ টাকা। ডিএসইতে আজ মোট ৩৮৬টি সিকিউরিটিজ লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৯টির বেড়েছে, ২২৭টির কমেছে এবং ৩০টির অপরিবর্তিত রয়েছে।
এদিকে ক্যাটাগরিভিত্তিক লেনদেন চিত্র দেখা গেছে, ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির মোট ২১১টি কোম্পানির মধ্যে ৮৭টির দাম বেড়েছে, ১০৮টির কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত ছিল।
‘বি’ ক্যাটাগরির ৭৮টি কোম্পানির মধ্যে ১৩টি বেড়েছে, ৫৯টি কমেছে এবং ৬টি অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরি দুর্বল পারফরম্যান্সের ৯৭টির মধ্যে ২৯টি বেড়েছে, ৬০টির কমেছে এবং ৮টির অপরিবর্তিত ছিল। এন ক্যাটাগরিতে (নতুন তালিকাভুক্ত) কোনো কোম্পানির লেনদেন হয়নি।
মিউচুয়াল ফান্ড, বন্ড ও সিকিউরিটিজ : মিউচুয়াল ফান্ডের মোট ৩৫টি ফান্ডের মধ্যে ২৪টি বেড়েছে, ৮টি কমেছে এবং ৩টি অপরিবর্তিত ছিল। কর্পোরেট বন্ডে ২টির মধ্যে ১টি বন্ডের দাম কমেছে এবং নেমেছে, ১টির অপরিবর্তিত রয়েছে। সরকারি সিকিউরিটিজের কোনো লেনদেন হয়নি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দিনের বেশিরভাগ সময়েই ক্রয়-বিক্রয়ে সতর্কতা বজায় ছিল বিনিয়োগকারীদের মধ্যে। কিছু সেক্টরে মুনাফা নিতে আগ্রহ দেখা গেলেও, স্থিতিশীল লেনদেনই দিনের বাজারকে চাঙ্গা রেখেছে বলে তাদের অভিমত।