বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৫২
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতা, অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস): দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনে সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বাড়ায় সূচকে ইতিবাচক প্রভাব পড়েছে।

ডিএসইর দৈনিক বাজার প্রতিবেদনে বলা হয়, দিনব্যাপী ডিএসইতে ১ লাখ ৪৫ হাজার ৭৩৩টি ট্রেডের মাধ্যমে ১৩ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়। ফলে দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৫ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১৬০ টাকা।

ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, আজ ডিএসইএক্স ব্রড ইনডেক্স ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে ৪৯১৫.৭৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট বেড়ে ১৮৮৩.২৫ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৪২ পয়েন্ট বেড়ে ১০২৭.৭০ পয়েন্টে অবস্থান করছে।

আজ দিনব্যাপী লেনদেনে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৫০টির দর বৃদ্ধি, ৮৪টির দর হ্রাস এবং ৪৭টির দর অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইর মোট বাজারমূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৩৯১ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৪ টাকা।

টাকার ভিত্তিতে আজ ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো: ইস্টার্ন লুব্রিকেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, তৌফিকা ফুড, শাহজীবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন, রানার অটো, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং সোনালি পেপার।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো: সানলাইফ ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ডরিন পাওয়ার, রানার অটো এবং সেলভো কেমিক্যাল।

দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো: ইপিজিএল, মেঘনা সিমেন্ট, আরএসআরএম স্টিল, আনলেমা ইয়ার্ন, হাওয়াওয়েলটেক্স, মাইডাস ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, জনতা ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড।

ক্যাটাগরি অনুযায়ী বাজার পরিস্থিতি: আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরিতে মোট ২০৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ৪৪টির কমেছে এবং ৩০টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৭৫টির মধ্যে ৫৬টির দর বেড়েছে, ১৭টির কমেছে এবং ২টির অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরিতে মোট ৯৬টি ইস্যুর মধ্যে ৫৮টির দর বেড়েছে, ২৩টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরির একমাত্র লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দর বেড়েছে।