বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ২১:০১
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২১:০১

২০২৬ সালে ব্যাংকে ২৮ দিন ছুটি ঘোষণা

ফাইল ছবি

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংক (বিবি) ২০২৬ সালের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এফআই) ছুটির তালিকা প্রকাশ করেছে। এতে সাপ্তাহিক নিয়মিত ছুটি বাদ দিয়ে মোট ২৮ দিনের ব্যাংক বন্ধ থাকার দিন ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে আজ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। 

সার্কুলারটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ছুটির ক্যালেন্ডার মূলত বড় ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসকে কেন্দ্র করে সাজানো হয়েছে।

বছরের প্রথম ছুটি হবে ৪ ফেব্রুয়ারি-শবে বরাত। একই মাসে ২১ ফেব্রুয়ারি,শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক বন্ধ থাকবে।

সবচেয়ে দীর্ঘ ছুটি থাকবে দুই ঈদকে কেন্দ্র করে। ঈদুল ফিতরের জন্য ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এতে জুমাতুল বিদা, ঈদের দিন এবং পরবর্তী দুই দিন অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে দু’দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

ঈদুল আজহার জন্যও পাঁচ দিনের ছুটি থাকবে-২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে দু’দিন সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ছুটির তালিকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর হবে এবং এটি চলতি বছরের ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে।