বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৪১

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায়, লেনদেনে চাঙ্গাভাব

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেন দিনে সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে।

ডিএসইর দৈনিক বাজার প্রতিবেদন অনুযায়ী, আজ ডিএসইতে মোট ১ লাখ ৭০ হাজার ৩৪৫টি ট্রেডের মাধ্যমে ৩৭৭টি সিকিউরিটিজের মোট ১৭ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৪১৭টি শেয়ার লেনদেন হয়। লেনদেনকৃত ৩৭৭টি সিকিউরিটিজের মধ্যে ৩২০টির ইস্যুর দর বেড়েছে, ৩৮টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৭৫ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮০৩ টাকা।

ডিএসইর তথ্যানুসারে, ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৭১.৯২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৮৪৬.৮৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৯.৮৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৮৯.৭৭ পয়েন্ট এবং আর শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০১৭.৬৭ পয়েন্টে।

লেনদেনে (মূল্যভিত্তিক) শীর্ষ ১০ কোম্পানি হলো : সামিট অ্যালায়েন্স পোর্ট, তৌফিকা ফুড, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বারাকা পতেঙ্গা পাওয়ার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও সিভিও পিআরএল।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো : এমএল ডাইং, রাহিম টেক্সটাইল, ইনটেক লিমিটেড, বিবিএস, বিবিএস ক্যাবলস, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, শাইনপুকুর সিরামিক, ফু-ওয়াং ফুড, এলআর গ্লোবাল বিডি এমএফ ওয়ান ও সোনালী পেপার।

দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো : প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট এমএফ, লিব্রা ইনফিউশন, জিকিউ বলপেন, এমজেএল বিডি, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএএমসিএল এমএফ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, এটলাস বিডি, পেনিনসুলা চিটাগং ও মুন্নু অ্যাগ্রো।

আজ অধিকাংশ ক্যাটাগরিতেই এগিয়ে থাকা কোম্পানির সংখ্যা ছিল বেশি, যা বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

এ ক্যাটাগরির ২১১টি ইস্যুর মধ্যে ১৭২টির দর বৃদ্ধি পেয়েছে, ২৩টি কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল। এ ক্যাটাগরিতে ক্রয় চাহিদা তুলনামূলক বেশি ছিল, যা বাজারের মূল ভিত্তিকে শক্তিশালী রাখে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি ইস্যুর মধ্যে ৭০টিরই দর বেড়েছে, মাত্র ৪টির দর কমেছে। অপরদিকে ‘জেড’ ক্যাটাগরিতে ৯২টি ইস্যুর মধ্যে ৭৮টির দর বৃদ্ধি পেয়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি শেয়ারের দাম। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক নীতি-সংকেত, তারল্য পরিস্থিতির উন্নতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাজারকে চাঙ্গা রাখতে সহায়তা করছে। আগামী দিনগুলোতেও বাজারে স্থিতিশীল প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশা করা হচ্ছে।