বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৮:৪৭

ডিএসইতে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা, অধিকাংশ সূচক বৃদ্ধি

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের চিত্র ছিল ঊর্ধ্বমুখী। অধিকাংশ ক্যাটাগরির কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে এবং বাজারমূলধনও আগের দিনের তুলনায় উন্নতি করেছে। ডিএসইতে আজ মোট ৩৭৩টি কোম্পানির ১১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৭৬১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার ১৭৭ টাকায়। লেনদেনকৃত কোম্পানির শেয়ার ও সিকিউরিটিজের মধ্যে ৩২২টির দর বেড়েছে, ৩৫টির কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল।

আজ সোমবার ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪২.৮০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪৭৭৪.৯৬ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৯.৯০ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১০০০.৪২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ লেনদেনের পরিমাণে (টাকায়) শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, খান ব্রাদার্স পিপি, রানার অটো, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, বারাকা পতেঙ্গা পাওয়ার ও মনোস্পুল বিডি।

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে- জিপিএইচ ইস্পাত, ইনটেক লিমিটেড, আইএসএন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সিলকো ফার্মা ও এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
দর কমার শীর্ষ তালিকায় রয়েছে- ফার ইস্ট নিটিং, ফনিক্স ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, রানার অটো, ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার লিজিং, স্কয়ার টেক্সটাইল, লাফার্জহোলসিম, ইউনিলিভার কনজ্যুমার ও শাহজিবাজার পাওয়ার।

ক্যাটাগরি অনুযায়ী আজ ডিএসই’র লেনদেন : আজ ডিএসইতে এ ক্যাটাগরির ২০৫টি সিকিউরিটির মধ্যে ১৭০টির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ৮টির দর অপরিবর্তিত রয়েছে।

বি ক্যাটাগরির ৭৩টির মধ্যে ৬৫টির দর বেড়েছে, কমেছে ৩টির এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে।

জেড ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৯৫টির মধ্যে ৮৭টির দর বেড়েছে, ৫টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত রয়েছে ।

এন ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।