বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৭

মাছ রপ্তানিতে ভর্তুকি: গ্রস ওয়েটের বিষয়টি স্পষ্ট করল কেন্দ্রীয় ব্যাংক

ফাইল ছবি

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা ভর্তুকি দেওয়ার হিসাব প্রক্রিয়া স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ (সোমবার) কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে জানায়, ‘গ্রস ওয়েট’ (মোট ওজন) বলতে গ্লেজ বা বরফসহ মাছের ওজনকেই বোঝানো হবে।

সেখানে আরও বলা হয়, নগদ সহায়তার পরিমাণ নির্ধারণে নির্ভুল হিসাব নিশ্চিত করতেই এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

রপ্তানি ও অর্থ প্রদানের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল পক্ষকে এই বিষয়টি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারের উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে  রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেয়ার ক্ষেত্রে হিসাব প্রক্রিয়া আরও সহজ হয়।