বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ২০:২২

ডিএসইতে আজ অধিকাংশ শেয়ারের দরপতন, লেনদেনও কমেছে

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বেশিরভাগ শেয়ারমূল্য কমেছে। আজ মোট ১ লাখ ৪৮ হাজার ৬৬৯টি ট্রেডের মাধ্যমে ১৩ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার ৮০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ছিল লেনদেনের মোট পরিমাণ ছিল ৩৮৩ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ৮৩৫ টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে ১৫টির শেয়ারের দাম বেড়েছে, ৩৫২টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকগুলো উল্লেখযোগ্য পতনের মুখোমুখি হয়েছে। আজ ডিএসই ব্রড ইন্ডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১২২.৬৫ পয়েন্ট কমে ৪৭০২.৬৯ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৪৭.৭২ পয়েন্ট কমে ১৮৫১.২৬ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২৮.৯৯ পয়েন্ট কমে ৯৭৬.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি: সামিট এলায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মা, বিএসসি, আনোয়ার গ্যালভানাইজিং, রবি অজিয়াটা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, তৌফিকা ফুড, মনোস্পুল বিডি এবং সিটিব্যাংক।

দরবৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি: আল-আরাফা ইসলামি ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফান্ড, শাহজিবাজার পাওয়ার, সেন্ট্রাল ইনস্যুরেন্স, তাক্কাফুল ইনস্যুরেন্স, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ইনস ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল এবং ওয়ালটন হাইটেক।

দরকমার শীর্ষ ১০টি কোম্পানি: মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, তৌফিকা ফুড, সোনার বাংলা ইনস্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স পিপি, স্কয়ার নিট, প্রগতি ইনস্যুরেন্স এবং ড্যাফোডিল কম্পিউটার।