বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৮:১৩

পুঁজিবাজারে দক্ষতা বৃদ্ধিতে বিএসইসি-ডিএসই’র যৌথ প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর যৌথ উদ্যোগে ‘বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশন’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসির কর্মকর্তা (সহকারী পরিচালক/সমমান এবং পিও/সমমান) পর্যায়ের অংশগ্রহণে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজন করে এ কর্মশালা।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) ড. মো. আসিফুর রহমান, বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

ড. আসিফুর রহমান তার বক্তব্যে বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিএসই’র কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও সার্ভিস কাঠামো সম্পর্কে ধারণা পেয়েছেন।

আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, সার্ভিল্যান্স ব্যবস্থা ও আইটি সার্ভিস বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন।’

তিনি আরও বলেন, ‘গত পাঁচ থেকে ছয় বছরে ডিএসইতে কোনো সার্ভিস ডিসরাপশন হয়নি, যা আমাদের প্রযুক্তিগত দক্ষতা ও টিমওয়ার্কের ফল। পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় আমরা সর্বদা সতর্কভাবে কাজ করি।’

বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান বলেন, ‘বিএসইসি ও ডিএসই’র সম্পর্ক সবসময় আন্তরিক ও সহযোগিতামূলক। এই প্রশিক্ষণ আমাদের পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ করে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা পুঁজিবাজারে কাজ করছি, আমাদের লক্ষ্য বাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আশা করছি, এই প্রশিক্ষণ সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।’

কর্মশালার প্রথম দিনে পুঁজিবাজারের রেগুলেটরি কাঠামো, স্টক মার্কেট অপারেশন, বাজারের প্রবৃদ্ধি ও ভূমিকা নিয়ে আলোচনা হয়। পরবর্তী সেশনে ডিএসই’র বিভিন্ন বিভাগীয় প্রধানগণ তাদের নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন। শেষ দিনে অংশগ্রহণকারীরা ডিএসই’র বিভিন্ন বিভাগ ও একটি ব্রোকারেজ হাউস পরিদর্শন করেন।