বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৫২

অক্টোবরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৬.৯ শতাংশ প্রবৃদ্ধি

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি বছরের অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

আজ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দেশে ১ হাজার ২৭০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে ৮ হাজার ৮৫৬ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ৫৪৩ মিলিয়ন ডলার।