বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৯:০৬

কৃষি ও সিএমএসএমই খাতে ঋণ বাড়াতে প্রভিশন হার কমালো বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়াতে নির্দিষ্ট ঋণ সীমার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রভিশন হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষি খাতের স্বল্পমেয়াদি ঋণ এবং সিএমএসএমই খাতের অন্তর্ভুক্ত কুটির, ক্ষুদ্র ও ছোট (সিএমএস) উদ্যোগের আনক্লাসিফাইড স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বা এসএমএ ঋণের বিপরীতে ১ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এর বাইরে পূর্বে জারি করা সার্কুলার ও তাতে পরবর্তী সংশোধনসমূহ অপরিবর্তিত থাকবে।

এরআগে ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ১ শতাংশ এবং এসএমএ ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হতো।