বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০

ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ ৯৭৫তম কমিশন সভায় তিনটি ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে। সভার সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ব্যাংক তিনটি হলো ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংক। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ি ব্র্যাক ব্যাংক এক হাজার কোটি টাকা মূল্যের অসুরক্ষিত, নন-কনভার্টেবল, সম্পূর্ণ ফেরতযোগ্য, কুপন ভিত্তিক ফ্লোটিং রেটে স্যোশাল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। কুপন হার নির্ধারিত হয়েছে  রেফারেন্স রেট + ২.৫ শতাংশ । এ বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ইস্যু করা হবে । এসব বন্ডের প্রতি ইউনিটের মূল্য হবে ১০ লাখ টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্র্যাক ব্যাংকের টিয়ার-২ মূলধন বৃদ্ধি করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। আর অ্যারেঞ্জার হবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও এটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

এছাড়া কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিকে ৮০০ কোটি টাকার অসুরক্ষিত, নন-কনভার্টেবল, ফেরতযোগ্য, ফ্লোটিং রেটে সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দেয়া হয়।  কুপন হার নির্ধারণ করা হয়েছে, রেফারেন্স রেট + ৩ শতাংশ । প্রতি ইউনিটের মূল্য রাখা হয়েছে ১ লাখ টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটির টিয়ার-২ মূলধন, বেসেল ৩ অনুযায়ী শক্তিশালী করা হবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর অ্যারেঞ্জার হবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮০০ কোটি এবং ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকা মূল্যের ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ইউসিবি’র কুপন হার হবে রেফারেন্স রেট + ৩ শতাংশ। প্রতি ইউনিট মূল্য ১ লাখ টাকা। ট্রাস্টি ও অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। উভয় বন্ড অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

কমিশন সভায়  ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকা মূল্যের অসুরক্ষিত, নন-কনভার্টেবল, ফেরতযোগ্য, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ট্রাস্ট ব্যাংকের কুপন হার হবে রেফারেন্স রেট + ৩ শতাংশ । প্রতি ইউনিটের মূল্য  এক লাখ টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে টিয়ার-২ মূলধন বেসেল-৩ অনুযায়ী শক্তিশালী করা হবে। ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি আর  অ্যারেঞ্জার ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। এছাড়াও এটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।