বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২

জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):  ইউরোজোনের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আগামী কয়েক মাসে সুদের হার আর না কমানোর প্রত্যাশা করেছে।

ফ্রাঙ্কফুর্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

ফেডারেল পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিসের প্রাথমিক তথ্য অনুসারে, ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানিতে বার্ষিক মুদ্রাস্ফীতি ২.৪ শতাংশে পৌঁছেছে, যা আগের মাসে ছিল ২.২ শতাংশ।

এই পরিসংখ্যান বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় সামান্য বেশি। মূলত সেবা ও পণ্যের ব্যয়ের বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে।

ইসিবি’র পছন্দের ‘হরমোনাইজড’ সূচকে ভোক্তা মূল্যের পরিবর্তনও ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগস্টে ২.২ শতাংশ ছিল।

পরিসংখ্যান সংস্থা ইনসি জানায়, ফ্রান্সে বার্ষিক মুদ্রাস্ফীতি সেপ্টেম্বর মাসে ১.২ শতাংশে বৃদ্ধি পেয়েছে, যা আগস্টে ছিল ০.৯ শতাংশ। সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে। হরমোনাইজড হারে ভোক্তা মূল্য সেপ্টেম্বর মাসে ১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে,  যা আগস্টে ছিল ০.৮ শতাংশ।

ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালিতে সেপ্টেম্বর মাসে বার্ষিক মুদ্রাস্ফীতি স্থিতিশীল থেকে ১.৬ শতাংশে রয়ে গেছে। হরমোনাইজড হারে ভোক্তা মূল্য আগস্টের ১.৬ শতাংশ থেকে সেপ্টেম্বর মাসে ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ক্ষতিগ্রস্ত ইউরোজোন অর্থনীতিকে সহযোগিতা করতে একাধিকবার সুদের হার কমানোর পর ইসিবি তার শেষ দুই বৈঠকে সুদের হার অপরিবর্তিত রেখেছে, যেখানে মুদ্রাস্ফীতি দুই শতাংশ লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে।

ইউরো ব্যবহার করা ২০ দেশের কেন্দ্রীয় ব্যাংক আগামী ৩০ অক্টোবর পরবর্তী সুদের হার নির্ধারণে বৈঠক করবে। অধিকাংশ অর্থনীতিবিদ আশা করছেন, ইসিবি এই বছরের শেষ পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখবে।