বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২

পনের বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রেকর্ড ও মেয়াদ পূর্ণ হওয়ার তারিখ নির্ধারণ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের দীর্ঘমেয়াদি সরকারি সিকিউরিটিজের মধ্যে অন্যতম ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ‘টিবি১৫ওয়াই১০২৫’-এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর। আর বন্ডটির মেয়াদ পূর্ণ হবে ১৩ অক্টোবর। সরকারি সূত্র জানায়, এই বন্ডে আগ্রহী বিনিয়োগকারীরা তাদের লেনদেন ১২ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করতে পারবেন। 

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এই তথ্য জানায়।

বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগ করার ফলে স্থিতিশীল সুদের আয়ের সুযোগ থাকলেও অর্থনীতিতে সুদের হারের ওঠা-নামা এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে বিনিয়োগকারীদের সতর্ক থাকা প্রয়োজন। ‘টিবি১৫ওয়াই১০২৫’ বন্ডটি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকাশিত দীর্ঘমেয়াদি সিকিউরিটি হিসেবে বাজারে জনপ্রিয়।