শিরোনাম
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে। দিনের শেষভাগে বিনিয়োগকারীদের সক্রিয়তায় সূচক সামান্য বাড়লেও সার্বিকভাবে বাজারে সতর্কতা বিরাজ করেছে।
ডিএসই’তে মঙ্গলবার মোট ৩৯৭টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ২৬৩টির, দর কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ২৫০ কোটি ৬৩ লাখ টাকায়।
প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০১ পয়েন্ট বেড়ে ৫,৪১৫.৭৯ পয়েন্টে অবস্থান নেয়। শরীয়াহভিত্তিক সূচক ডিএসইএস) ২.৮০ পয়েন্ট বেড়ে ২,০৮১.৮৪ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০-৮.১৯ পয়েন্ট বেড়ে ১,১৭১.৯৮ পয়েন্টে দাঁড়ায়।
দিনের শীর্ষ ১০ দাম বাড়ানো কোম্পানি হলো, প্রাইম টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যালস, শ্যাম্পুর সুগার, এমেরাল্ড অয়েল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, লেগাসি ফুটওয়্যার, কহিনুর কেমিক্যালস, অ্যাপেক্স ফুডস ও জেনেক্স ইনফোসিস।
দাম কমানো শীর্ষ ১০ কোম্পানি হলো, জেমিনি সি ফুড, ইএইচএল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এমেরাল্ড প্রপার্টিজ, সি পার্ল বিচ, মনো অ্যাগ্রো, অরিয়ন ফার্মা, মেঘনা লাইফ, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ডেল্টা স্পিনার্স।
লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো, ফু-ওয়াং ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মেট্রো স্পিনিং, অরিয়ন ফার্মা, এডিএন টেলিকম, লোভেলো আইসক্রিম ও ইউনিক হোটেল।
বাজার বিশ্লেষকদের মতে, শেষ ঘণ্টার ক্রয়চাপ সূচককে ইতিবাচক করেছে। তবে সার্বিকভাবে বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থায় রয়েছেন।