বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০

২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি ভিত্তিতে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) আজ প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ৩৪২ মিলিয়ন মার্কিন ডলারে।

এটি গত বছরের একই সময়ের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি; তখন রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ৯৪ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের সামগ্রিক তথ্যেও এ প্রবৃদ্ধির ধারা প্রতিফলিত হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৭ হাজার ২৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এটি গত অর্থবছরের একই সময়ের ৬ হাজার ২৩২ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।