শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সুইডিশ ফ্যাশন জায়ান্ট এইচএন্ডএম বৃহস্পতিবার জানিয়েছে যে তৃতীয় ত্রৈমাসিকে নেট মুনাফা তীব্রভাবে বেড়েছে। তবে তারা সতর্ক করেছেন যে মার্কিন শুল্ক বছরের শেষ দিকে প্রভাব ফেলতে পারে।
স্টকহোম থেকে এএফপি এখবর জানায়।
কোম্পানি জানিয়েছে, জুন-আগস্ট সময়কালে নেট মুনাফা ৩.২ বিলিয়ন ক্রোনা (৩৪০ মিলিয়ন ডলার) পৌঁছেছে, যা এক বছর আগে ২.৩ বিলিয়ন ক্রোনার ছিলো।
এছাড়া স্টোর সংখ্যা ৪ শতাংশ কমার পরেও অপারেটিং মুনাফা ৪.৯ বিলিয়ন ক্রোনা হয়েছে। যা ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকের ৩.৫ বিলিয়ন ক্রোনার ছিলো।
সিইও ড্যানিয়েল এভার বলেন, উন্নত গ্রাহক প্রস্তাব, গ্রস মার্জিন বৃদ্ধি পাওয়া এবং খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা অপারেটিং মুনাফা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় শক্তিশালী করতে পেরেছি।
মার্কিন ডলারে বিক্রি কমে ৫৯ বিলিয়ন ক্রোনা থেকে ৫৭ বিলিয়ন ক্রোনায় নেমেছে, যা সুইডিশ মুদ্রার শক্তিশালী হওয়ার কারণে। স্থানীয় মুদ্রায় বিক্রি ২ শতাংশ বেড়েছে।
কোম্পানি সতর্ক করেছে, চতুর্থ ত্রৈমাসিকে শুল্কের খরচের প্রভাব বৃদ্ধি পেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপ্রিল থেকে বিশ্বজুড়ে মার্কিন পণ্য আমদানির উপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন।