বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬

পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর ও সহজতর করা এবং নীতি সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি 

বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেট কমিশনার মিয়া মো. আবু ওবায়দার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানান। এ সময় অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লা এবং ডেপুটি কমিশনার এইচ,এম, আহসানুল কবীর উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পরিচালক ফয়সাল সামাদ পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড প্রক্রিয়া সহজীকরণ ও নীতি সহায়তা প্রদানের অনুরোধ সংক্রান্ত বিজিএমইএ সভাপতি হাসান মাহমুদ খান স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের কমিশনারদের কাছে হস্তান্তর করেন। 

আলোচনার মূল উদ্দেশ্য ছিল পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা। যার জন্য কাস্টমস প্রক্রিয়াগুলো দ্রুত, সহজ এবং হয়রানিমুক্ত করার বিষয়ে জোর দেওয়া হয়।

বৈঠকে পোশাক শিল্পের স্বল্প ও দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের বিষয়ে অনুরোধ জানানো হয়। এই কমিটিতে সকল কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড এবং শুল্ক গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। যা সব স্টেকহোল্ডারের সমন্বয়ে কার্যকর সমাধান নিয়ে আসতে সাহায্য করবে।

কমিশনার মিয়া মো. আবু ওবায়দা পোশাক শিল্পের রপ্তানি কার্যক্রম সহজ করতে এবং একটি অনুকূল ব্যাবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানান।

কাস্টমস সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুত ও সহজ করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে কমিশনার মিয়া মো. আবু ওবায়দা উল্লেখ করেন। তিনি বিজিএমইএ নেতাদের আশ্বস্ত করেন যে, ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট এবং বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে।  

রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কার্যক্রম সহজীকরণের জন্য তারা সর্বদা সচেষ্ট থাকবেন।