বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০

বেজা ও অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজের মধ্যে জমি বরাদ্দ চুক্তি সই 

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) ৩ একর জমি বরাদ্দে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিতে স্বাক্ষর করেন বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমাদ ও অপ্টিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জি এম একরামুল হক।

অপ্টিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩.৯৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। বর্তমানে কোম্পানিটির বাৎসরিক টার্নওভার প্রায় ৯৬ কোটি টাকা। 

কোম্পানিটি সেখানে প্লাস্টিক ও ধাতব শিল্পজাত পণ্য উৎপাদনের একটি কারখানা স্থাপন করবে।

এ কারখানায় প্লাস্টিকের বোতল, লুব্রিক্যান্ট কনটেইনার, রঙের কনটেইনার, বালতি, ঢাকনা, ক্যাপ, পিইটি প্রিফর্মস এবং পিইটি জার তৈরি হবে। এছাড়াও কোম্পানিটি চিকিৎসা সামগ্রী, বিশেষ করে রক্তের ব্যাগ এবং গার্মেন্টসের আনুষঙ্গিক পণ্য উৎপাদনের পরিকল্পনা করছে। 

অনুষ্ঠানে সালেহ আহমাদ অপ্টিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পণ্য হিসেবে এই বিনিয়োগের ফলে পণ্য উৎপাদনে বৈচিত্র্য সৃষ্টি হবে।

তিনি বলেন, অন্যান্য বড় শিল্প প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন সহজ করতে অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজকে জমি বরাদ্দ প্রদান করা হয়েছে এবং এর ফলে ইন্ডাস্ট্রিয়াল সিনার্জি (শিল্প সমন্বয়) তৈরি হবে।

অপটিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জি এম একরামুল হক বেজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্রুত শিল্প প্রতিষ্ঠান নির্মাণে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, শিল্প নগরের অন্যান্য প্রতিষ্ঠানের চাহিদা পূরণের লক্ষ্যে একটি স্বয়ংসম্পূর্ণ শিল্প কারখানা স্থাপনে প্রয়োজনীয় পরিকল্পনা চলছে।

অপ্টিমাপ্লাস্ট ইন্ডাস্ট্রিজ ১৯৯৪ সালে চট্টগ্রামে ‘রিলায়েন্স ক্যান ইন্ডাস্ট্রি (প্রাইভেট) লিমিটেড’ নামে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি বাংলাদেশে উচ্চমানের প্লাস্টিকের শক্ত পণ্য এবং প্যাকেজিং সামগ্রী উৎপাদনের জন্য পরিচিত।

নতুন এ কারখানা যেখানে তৈরি করা হবে, তা দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। 

সাগরতীরের ২৫ কিলোমিটার দৈর্ঘ্যে এ অঞ্চল গড়ে ওঠেছে। বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৪ টি শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং প্রায় ২০টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। এই অঞ্চলে শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি সব প্রয়োজনীয় নগর ব্যবস্থাপনার সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।