শিরোনাম
ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী সুকুক এবং প্রচলিত বন্ডের মধ্যে পার্থক্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘সুকুক মুনাফা তৈরি করে, কিন্তু বন্ডে সুদ প্রদান করা হয়। এই পার্থক্যটি জনগণের বোঝা জরুরি।’
রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন : রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ ও ইসলামী অর্থবাজারের উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। বিএসইসি ও ডিএসই যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।
আনিসুজ্জামান চৌধুরী বারবার অতীতের ভুল থেকে শিক্ষা নিতে বাংলাদেশের ব্যর্থতার কথা উল্লেখ করে নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করা ও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, ‘দেশের মধ্যে তহবিল ধরে রাখতে বিনিয়োগের উপকরণ তৈরি করতে আমরা ভুল করেছি। আমরা বারবার একই ভুলের পুনরাবৃত্তি করছি।’
ডিএসইর স্বতন্ত্র পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এছাড়াও সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অধ্যাপক কবির হাসান ব্যাংকিং খাতে বড় ধরনের অপব্যবহার ও দুর্নীতির কথা তুলে ধরেন এবং বেক্সিমকো ও এস আলমের মতো বৃহৎ গোষ্ঠীগুলোকে এই খাতকে দুর্বল করার জন্য দায়ী করেন।
তিনি অভিযোগ করে বলেন, এস আলম গ্রুপ মূলত ইসলামী ব্যাংক ও বৃহত্তর ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার ক্ষতি করার জন্য দায়ী।