বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড স্ট্যানলি স্টেলা এবং বিজিএমইএ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশের পোশাক শিল্পকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে শক্তিশালী অংশীদারিত্বের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বেলজিয়ামের শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড স্ট্যানলি স্টেলার মধ্যে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে বিজিএমইএর পরিচালক নাফিস-উদ-দৌলা উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পোশাক খাতে সামাজিক ও পরিবেশগত সাসটেইনেবিলিটি বিষয়ে ক্রমবর্ধমান বৈশ্বিক চাপ এবং এ সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নির্দেশনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই একমত হন যে, এই পরিবর্তনশীল পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক শিল্প একটি ইতিবাচক ‘সবুজ রূপান্তর’-এর মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

আলোচনার অন্যতম বিষয় ছিল নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানো। সভায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে বাংলাদেশের চলমান অগ্রগতি, বিশেষ করে মার্চেন্ট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের মতো নতুন নীতিগুলোর প্রশংসা করা হয়। সীমিত জায়গা সত্ত্বেও কীভাবে আরও বেশি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা যায়, তা নিয়েও আলোচনা হয়।

স্ট্যানলি স্টেলা কার্বন নিঃসরণ হ্রাস বিষয়ে তাদের ২০৩০ সালের মধ্যে ‘স্কোপ৩’ নিঃসরণ ৩০ শতাংশ কমানোর লক্ষ্য তুলে ধরে। এই লক্ষ্য পূরণে বাংলাদেশের সরবরাহকারী কারখানাগুলোর সঙ্গে নিবিড় সহযোগিতার ওপর জোর দেয়া হয়। বিশেষ করে সরবরাহকারী কারখানাগুলো কর্তৃক আরও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে পোশাক শিল্পের ‘সবুজ রূপান্তর’ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)) কীভাবে সহজ শর্তে ও স্বল্প সুদে আর্থিক সহায়তা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই এই ধরনের অর্থায়নের সম্ভাব্য উৎসগুলো চিহ্নিত করার ওপর জোর দেন।

এছাড়াও পোশাক খাতের কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে একটি সমন্বিত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। এই অভিন্ন নীতিমালা শিল্পে সব কারখানার জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরি করবে, যা বৈশ্বিক ক্রেতাদের আস্থা অর্জনে সাহায্য করবে।

বিজিএমইএ এবং স্ট্যানলি স্টেলা উভয়ই টেকসই ও পরিবেশবান্ধব পোশাকশিল্প গড়তে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।