শিরোনাম
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা ২০২৫। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’য় এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইপিবি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, সার্ক চেম্বারের সভাপতি মো. জসিম উদ্দিন এবং এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।
দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহায়তায় এ মেলার আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)।
মেলায় তৈরি পোশাক, গয়না, কসমেটিকস, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক পণ্যসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।
পণ্য প্রদর্শনীর পাশাপাশি, এই অনুষ্ঠানে বিটুবি ম্যাচমেকিং সেশন, ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং সার্ক অঞ্চলের উদ্যোক্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি ও অভিজ্ঞতা শেয়ারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আয়োজকরা মনে করেন, মেলাটি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য মেলাটি গুরুত্বপূর্ণ হবে।
সম্ভবনা থাকা সত্ত্বেও, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। বাণিজ্য মেলার লক্ষ্য হলো ব্যবসায়িক সম্পর্কগুলো গভীর করে তোলা এবং অংশগ্রহণকারী দেশগুলোর সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে বিধ্যমান ব্যবধান দূর করা।