শিরোনাম
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ চার্টার্ড সেক্রেটারিজ ইনস্টিটিউট (আইসিএসবি)’র কর্মকর্তারা আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাণিজ্য কার্যালয়ে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মো. নাসিমুল হাইয়ের নেতৃত্বে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রেসিডেন্ট কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং কর্মকর্তারা আইসিএসবি যে সব পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করেছে, তা সচিবকে অবহিত করেন।
বাণিজ্য সচিব ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম মনোযোগ দিয়ে শোনেন এবং দেশে চার্টার্ড সেক্রেটারিজ পেশার উন্নয়ন ও প্রচার ক্ষেত্রে আইসিএসবি’র ভূমিকা প্রশংসা করেন। মাহবুবুর রহমান এছাড়াও তাদের প্রতি ধারাবাহিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট একেএম মো. মুশফিকুর রহমান এবং সচিব ইন-চার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (এফএন্ডএ) মো. শামীবুর রহমান।