বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৩

নিলামে ১৩৪ মিলিয়ন ডলার ক্রয় বাংলাদেশ ব্যাংকের

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাংক আজ পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলামের মাধ্যমে ১৩৪ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধকল্পে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করতে চলমান কৌশলের অংশ হিসেবে এই ডলার কেনা হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২১.৭৫ টাকায় কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসস’কে বলেন, ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ক্রয় করছে। যদি ডলারের বিনিময় হার বাড়ে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক একই ধরনের নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে।

তিনি বলেন, দেশীয় মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে প্রয়োজনে আমরা যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করতে পারি।