শিরোনাম
ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ২-৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আইসিসির ১৪তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে (ডব্লিউসিসি) অংশ নিতে আইসিসি বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন।
ওয়ার্ল্ড চেম্বার্স ফেডারেশন (ডব্লিউসিএফ) ও ভিক্টোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ভিসিসিআই)- এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈশ্বিক কংগ্রেসে বিশ্বের ১০০টিরও বেশি দেশের এক হাজারের বেশি ব্যবসায়ী, চেম্বার ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেবেন।
দুই বছর অন্তর অন্তর আয়োজিত এটি সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চ, যেখানে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, বাজার বিশ্লেষণ, নেটওয়ার্ক তৈরি এবং নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করা হয়।
এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য হলো ‘ব্যবসা, চেম্বার, সরকার: সমৃদ্ধির অংশীদার’। যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুযোগকে এগিয়ে নিতে ব্যবসা, বাণিজ্য চেম্বার এবং সরকারগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্ভাবনার উপর জোর দেয়।
কংগ্রেসের মূল লক্ষ্য হলো ভূ-রাজনৈতিক পরিবর্তন, পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তর, ডিজিটাল নেতৃত্ব, জীবন বিজ্ঞান, কর্মসংস্থানের নতুন ধারা এবং বৈশ্বিক বাণিজ্যে স্থিতিস্থাপকতা।
গ্রিন টেক্সটাইল-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ কংগ্রেসে স্পিকার হিসেবে আমন্ত্রিত হয়েছেন, এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরবে।
কংগ্রেস শেষে প্রতিনিধি দলটি আইসিসি নিউজিল্যান্ড ও অকল্যান্ড চেম্বার অব কমার্স সফর করবে। সেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে।
প্রতিনিধি দলে রয়েছেন- আইসিসি বাংলাদেশ-এর সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি এ. কে. আজাদ, এভিন্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), এনভয় টেক্সটাইলস-এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, দ্য মার্চেন্টস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরশাদ আলী, ডিবিএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার, সায়হাম কটন মিলস লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ইশতিয়াক আহমেদ, উত্তরা গ্রুপ অব কোম্পানিজ’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মতিউর রহমান, ট্রান্সকম গ্রুপের সিইও মিসেস সিমিন রহমান, গ্রিন টেক্সটাইল লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ এবং আইসিসি বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল আতাউর রহমান।