বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৯:৪২

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণার বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান আজ ঢাকার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ছবি: বাসস

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): হোয়াটসঅ্যাপ ও ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণার ফাঁদে পা না দিতে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান।

আজ ঢাকায় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো নারায়ণগঞ্জভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চিহ্নিত করেছে, যা বিনিয়োগকারীদের টার্গেট করে প্রতারণা করছে।

রহমান বলেন, লাইসেন্সপ্রাপ্ত স্টক ব্রোকার, স্টক ডিলার এবং স্টক এক্সচেঞ্জ দ্বারা অনুমোদিত মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার ছাড়া পুঁজিবাজারে কোনো ধরনের লেনদেন করার সুযোগ নেই। তাই আমি সবাইকে আহ্বান জানাই, কোনোভাবেই অন্য কোনো পদ্ধতিতে লেনদেনের প্রলোভনে পড়বেন না।

তিনি আরো বলেন, একটি চক্র হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং উভয় স্টক এক্সচেঞ্জের লোগো ও ঠিকানা ব্যবহার করছে। এটি পুরোপুরি অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এই চক্রটি দ্রুত মুনাফার প্রতিশ্রুতি দিয়ে মানুষের টাকা নিয়ে প্রতারণা করছে। অনেকেই এভাবে প্রতারিত হচ্ছেন।

ভারপ্রাপ্ত ডিএসই প্রধান জানান, এই ধরনের প্রতারণা প্রতিরোধে গত ৩ আগস্ট খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়াও, ডিএসই ভবনের সকল স্টেকহোল্ডার ও অফিসে সচেতনতা সৃষ্টির জন্য চিঠি পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পৃক্ত করতে আরো একটি চিঠি বিএসইসিতে পাঠানো হয়েছে।

আসাদুর বলেন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। তবে এই প্রতারণা চক্রগুলোর কারণে পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতারকদের ধরার জন্য সক্রিয়। তাই আমি এই চক্রটিকে বলছি, যারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, তা তাদের ফিরিয়ে দিন।

বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো লেনদেন করার আগে ডিএসই, সিএসই এবং বিএসইসির ওয়েবসাইটে দেওয়া নম্বরে কল করে যাচাই করে নেবেন।