শিরোনাম
ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের চাপের মুখে নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি বিনিয়োগের অংশ হিসেবে তাইওয়ান সরকার ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট জিডিপির তিন শতাংশের বেশি করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তাইপেই থেকে এএফপি এখবর জানায়।
প্রধানমন্ত্রী চো জুং-তাই এক সংবাদ সম্মেলনে বলেন, এ পদক্ষেপ “তাইওয়ানের জনগণ ও বিশ্ববাসীর কাছে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার সংকল্প এবং সামর্থ্যের আরেকটি সুস্পষ্ট প্রদর্শন। এছাড়া, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা এবং বিশ্বের সঙ্গে আমাদের যৌথ দায়িত্ব পালনের প্রমাণ।