বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ১৫:৩৬

দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে যুক্তরাজ্যের অর্থনীতি

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে বছরের প্রথম তিন মাসের তুলনায় প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও যুক্তরাজ্যের ব্যবসায়িক কর বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা  এএফপি এ খবর জানায়।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এপ্রিল-জুন সময়ে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০.৩ শতাংশে দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসিত ০.১ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে বেশি। তবে বছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধির হার ছিল ০.৭ শতাংশ।