বাসস
  ১৩ আগস্ট ২০২৫, ১৯:৩২

‘ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারে’

ছবি: বাসস

চট্টগ্রাম, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (সিডব্লিউসিসিআই) প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেছেন, ‘ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে উদ্যোক্তারা পরিকল্পিতভাবে ব্যবসা শুরু করতে পারে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সর্বদা নতুন উদ্যোক্তাদের পাশে আছে এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাবে।’ 

সিডব্লিউসিসিআই-এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় স্থাপিত বিজনেস ইনকিউবেশন সেন্টারে ইনকিউবেশন এন্টারপ্রেনার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামে সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট এসব কথা বলেন। আজ বুধবার সিডব্লিউসিসিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
   
অনুষ্ঠানের শুরুতে সিডব্লিউসিসিআই-এর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান স্বাগত বক্তব্যে বলেন, ‘যারা নতুন করে ব্যবসা শুরু করতে চায়, তাদের জন্য এই প্লাটফর্ম দারুণ সুযোগ।’
 
সিডব্লিউসিসিআই পরিচালক ও ইনকিউবেশন কমিটির ডিরেক্টর ইনচার্জ আমিনা শাহিন শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘এই ইনকিউবেশনের মাধ্যমে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরুর প্রাথমিক ধাপ থেকে শুরু করে বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল জানতে পারবেন। নারী উদ্যোক্তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে প্রতিকূল পরিবেশ কাটিয়ে সৃজনশীল চিন্তাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।’
 
অনুষ্ঠানে সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টার নিয়ে প্রেজেন্টেশন দেন সিডব্লিউসিসিআই পরিচালক, সিডব্লিউসিসিআই প্রোগ্রেস প্রোজেক্ট আইএলও বাংলাদেশ-এর উপদেষ্টা নুজহাত নূয়েরী কৃষ্টি এবং বিশেষজ্ঞ প্রশিক্ষক মো. হাফিজুর রহমান। প্রেজেন্টেশন শেষে উপস্থিত উদ্যোক্তারা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিডব্লিউসিসিআই পরিচালক নুর আক্তার জাহান ও এসএমই ডেভেলপমেন্ট  কমিটির ডিরেক্টর ইনচার্জ চৌধুরী জুবাইরা সাকী জিপসী, পরিচালক রেহনুমা মরিয়ম তুলি, সূবর্ণা দে এবং সিডব্লিউসিসিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হানসহ অন্যান্য সদস্যরা।