বাসস
  ২৭ জুলাই ২০২৫, ১৫:১৭

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি একশ’ বিশ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।