শিরোনাম
চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা দশ হাজার কেজি নারকেল প্রকাশ্যে নিলামে তুলছে কাস্টমস। আগামী ২৪ জুলাই সকাল ১১টায় কাস্টমস অকশন শেডে এ নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
রোববার (২০ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলামে তোলা নারকেল চালানের মোট ওজন ১০ হাজার কেজি। এর সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৫৫ হাজার ১৩৫ টাকা ৯৬ পয়সা। আগ্রহী বিডাররা ২৩ জুলাই সকাল ১১টায় পণ্যটি সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।
নিলামে সর্বোচ্চ দরদাতাকে ডাকমূল্যের ২০ শতাংশ জামানত সরাসরি ই-পেমেন্ট, চালান বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। পরে সরকার নির্ধারিত ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাটসহ অবশিষ্ট মূল্য পরিশোধ করে দ্রুততম সময়ে পণ্য খালাস নিতে হবে। পণ্য খালাসের আগে সর্বোচ্চ দরদাতাকে রাসায়নিক পরীক্ষায় পণ্যের বর্ণনা দেওয়া হবে।