বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১৩:০০

চার মাস ধরে পতনের পর জুনে চীনের ভোক্তা মূল্য বেড়েছে

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : চীনে জুন মাসে ভোক্তা মূল্য সামান্য বেড়েছে। চার মাসের পতনকে বেইজিংয়ের জন্য ভোক্তা ব্যয় হ্রাসের ক্ষেত্রে ইতিবাচক লক্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে। 

বেইজিং ক্রমাগত ভোক্তা ব্যয়ের মন্দা মোকাবেলায় লড়াই করছে। বুধবার সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোক্তা মূল্যসুচক বা সিপিআই গত বছরের জুন মাসের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে।