বাসস
  ০২ জুলাই ২০২৫, ১৭:০৯
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৯:২৭

এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় ৪৫ দিন বাড়ানো হয়েছে 

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস): দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনের (২০২৫-২৬ ও ২০২৬-২৭) সময় আরও ৪৫ দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বুধবার এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সময়সীমা অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড নির্বাচন আয়োজনের পুনঃতফসিল  শিগগিরই ঘোষণা করবে।

উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে এর আগে গত ১৮ জুন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল এফবিসিসিআই নির্বাচন বোর্ড।