বাসস
  ০১ জুলাই ২০২৫, ১৮:৪২

বিপিপিএ- এর নতুন সিইও মঈন উদ্দীন আহমেদ

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : সরকারের অতিরিক্ত সচিব এস. এম. মঈন উদ্দীন আহমেদ রোববার বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির(বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন।

বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে মহাব্যবস্থাপক, শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে উপসচিব এবং ভূমি আপিল বোর্ডে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) প্রকল্পে প্রোগ্রাম এক্সিকিউটিভ ও কোঅর্ডিনেটর হিসেবে দুই বছর লিয়েনে কর্মরত ছিলেন।

এর আগে, ২০১৭ সালের ৪ জুন থেকে ২০১৯ সালের ১৩ অক্টোবর পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট স্ট্রেনদেনিং প্রোগ্রামে (পিইএমএসপি) এ অতিরিক্ত প্রোগ্রাম পরিচালক (উপসচিব) হিসেবে প্রেষণে ছিলেন।

তিনি ২০০৭ সালের নভেম্বর থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত অর্থ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে সরকারি আর্থিক ব্যবস্থাপনা (পিএফএম) সংস্কার কার্যক্রমে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এসময় তিনি সকল পে পয়েন্টে আইবাস ++ বাস্তবায়নে অবদান রাখেন।

মঈন উদ্দীন আহমেদ নতুন বাজেট ও হিসাব শ্রেণীবিন্যাস ব্যবস্থা (বিএসিএস) প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

তিনি পেনশন ব্যবস্থার ডিজিটাইজেশন এবং মন্ত্রণালয়, সংস্থা, বিভাগ ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ইএফটি -এর মাধ্যমে অনলাইনে বেতন প্রদান প্রক্রিয়া চালুর কাজেও যুক্ত ছিলেন। জাতীয় সঞ্চয়পত্র স্বয়ংক্রিয়করণে তিনি কাজ করেছেন।

১৯৯৩ সালে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার এবং ঢাকা মহানগর হাকিম হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।