শিরোনাম
ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): আমদানি-রফতানি পণ্যের শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে আসন্ন ঈদুল আজহার দিন ব্যতিত অন্য ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বোডের্র দ্বিতীয় সচিব (কাস্টমস ও নীতি) মুকিতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটি মিলে দেশ টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে।
এনবিআরের আদেশে বলা হয়, আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে প্রয়োজনীয় জনবল উপস্থিত রেখে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হবে। চট্টগ্রাম, বেনাপোল, পেট্রাপোল, হিলি, ভোমরা, সোনা মসজিদসহ দেশের গুরুত্বপূর্ণ কাস্টম হাউস ও স্থলবন্দরে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।