শিরোনাম
ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ইনস্টিটিউটের (আইসিএবি) একটি দুই সদস্যের প্রতিনিধিদল সম্প্রতি লন্ডনে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (আইসিএইডব্লিউ)-এর কার্যালয়ে সংস্থাটির প্রেসিডেন্ট ম্যালকম ব্যাকাসের সঙ্গে বৈঠক করেছেন।
আইসিএবি প্রেসিডেন্ট মারিয়া হাওলাদারের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা মাহবুব আহমেদ সিদ্দিক।
অন্যদিকে আইসিএইডব্লিউর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সক্ষমতা উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জন হুপার, আন্তর্জাতিক ব্যবসায় উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড্যানিয়েল ওয়েস্টলি এবং আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জোনাথন এমবেউয়ে।
আইসিএবি ইউকে চ্যাপ্টারের চেয়ারম্যান একেএম ফজলুর রহমানও এ বৈঠকে অংশ নেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়ন, পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, অডিট সফটওয়্যার, টেকসই রিপোর্টিং বাস্তবায়ন, শিক্ষা ও পাঠ্যক্রম, শিক্ষার্থীদের করণীয়, পাঠ্যসামগ্রী প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
এছাড়া, আইসিএবির সাংগঠনিক কাঠামো ও প্রশিক্ষণসহ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
আইসিএবি প্রেসিডেন্ট ও আইসিএইডব্লিউ প্রেসিডেন্ট চলতি বছর নবায়ন হতে যাওয়া সমঝোতা স্মারকে (এমওইউ) আরও নির্দিষ্ট ধারা সংযোজনের বিষয়ে একমত পোষণ করেন।
২০০৮ সাল থেকে আইসিএবি, আইসিএইডব্লিউ’র শেখানো ও পেশাগত উন্নয়ন অংশীদার এবং স্বীকৃত টিউশন প্রদানকারী হিসেবে কাজ করছে। ২০০৯ সালে প্রথমবারের মতো দুই প্রতিষ্ঠানের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়।