বাসস
  ০৮ মে ২০২৫, ১৫:৫১

সম্প্রসারণ পর্যায়ে বাংলাদেশের কর্মসংস্থান সূচক

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) এর এপ্রিল মাসের প্রতিবেদন অনুযায়ী, কর্মসংস্থান সূচক পুনরায় সম্প্রসারণ পর্যায়ে ফিরে এসেছে এবং অর্ডার ব্যাকলগ সূচকে ধীরগতির সংকোচনের ইঙ্গিত পাওয়া গেছে। 

রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সামগ্রিক পিএমআই সূচক এপ্রিল মাসে দাঁড়িয়েছে ৫২.৯।

বৃহস্পতিবার এমসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষিখাত দ্রুত সম্প্রসারণের ধারায় রয়েছে, যেখানে নতুন ব্যবসা ও কার্যক্রম সূচক উভয়ই বেশি হারে বেড়েছে। অপরদিকে, ইনপুট খরচ সূচকে সম্প্রসারণ হলেও তার গতি কিছুটা কমেছে।

পিএমআই হলো একটি অগ্রণী উদ্যোগ, যার লক্ষ্য দেশের অর্থনৈতিক স্বাস্থ্য সম্পর্কে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য প্রদান, যাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা যথাযথ সিদ্ধান্ত নিতে পারেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ, যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইন্সটিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম) এর কারিগরি সহায়তায় যৌথভাবে সূচকটি তৈরি করা হয়েছে।

পিএমআই রিপোর্টে দেখা গেছে, কৃষি খাত ধারাবাহিকভাবে ৭ম মাসের সম্প্রসারণ রেকর্ড করেছে এবং এই মাসে সম্প্রসারণ হার আরও বেড়েছে। নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রম সূচকে দ্রুত সম্প্রসারণ দেখা গেছে। তবে ইনপুট খরচ সূচকে সম্প্রসারণের হার ধীর হয়েছে। কর্মসংস্থান সূচক আবার সম্প্রসারণে ফিরে এসেছে এবং অর্ডার ব্যাকলগ সূচক ধীরগতির সংকোচন রেকর্ড করেছে। 

উৎপাদন খাত ধারাবাহিকভাবে ৮ম মাসের সম্প্রসারণ রেকর্ড করেছে। তবে ধীর গতিতে। খাতটি অধিকাংশ সূচকে সম্প্রসারণ রেকর্ড করেছে, তবে অর্ডার ব্যাকলগ সূচক দ্রুততর সংকোচন দেখিয়েছে এবং টানা নয় মাস ধরে সংকোচন রেকর্ড করে আসছে।

নির্মাণ খাত ধারাবাহিকভাবে ৫ম মাসের সম্প্রসারণ রেকর্ড করেছে, তবে ধীর গতিতে। নতুন ভরসা, কর্মসংস্থান এবং ইনপুট খরচ সূচকগুলোতে ধীর সম্প্রসারণ দেখা গেছে। নির্মাণ কার্যক্রম সূচক সম্প্রসারণে ফিরে এসেছে। তবে অর্ডার ব্যাকলগ সূচকে দ্রুততর সংকোচন রেকর্ড হয়েছে।

পরিষেবা খাত ধারাবাহিকভাবে ৭ম মাসের সম্প্রসারণ রেকর্ড করেছে, তবে ধীর গতিতে। নতুন ব্যবসা কর্মসংস্থান এবং ইনপুট খরচ সূচকগুলোতে ধীর সম্প্রসারণ দেখা গেছে এবং ব্যবসায়িক কার্যক্রম সূচক সংকোচনে ফিরে গেছে। অর্ডার ব্যাকলগ সূচক দ্রুততর সংকোচন রেকর্ড করেছে।

ভবিষ্যৎ ব্যবসা সূচকের দিক থেকে উৎপাদন ও নির্মাণ সূচকে দ্রুত সম্প্রসারণ রেকর্ড হয়েছে, যেখানে কৃষি সূচক ধীর সম্প্রসারণ দেখিয়েছে। পরিষেবা সূচক আবার সম্প্রসারণে ফিরে এসেছে।