বাসস
  ০৮ মে ২০২৫, ১১:০৪

বৃহস্পতিবার একটি বড় দেশের সাথে বাণিজ্য চুক্তি করবেন ট্রাম্প

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি (আজ) “একটি বড় ও অত্যন্ত সম্মানিত দেশের” সঙ্গে গুরুত¦পূর্ণ বাণিজ্য চুক্তি ঘোষণা করতে যাচ্ছেন। ওয়াশিংটন থেকে এএফপি এসংবাদ জানিয়েছে।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন, তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা হোয়াইট হাউজের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এই চুক্তির ঘোষণা দেবেন।

তিনি বলেন, একটি বড় এবং অত্যন্ত সম্মানিত দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য চুক্তিটি হবে। তবে ট্রাম্প দেশটির নাম প্রকাশ করেননি।

তিনি এই চুক্তিকে ‘প্রথম অনেকগুলোর মধ্যে একটি’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন এবং কয়েক সপ্তাহ ধরে দাবি করে আসছেন যে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য প্রস্তুত।